প্রেসিডেন্ট নির্বাচনে নিষিদ্ধ নাভালনি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত আলেক্সেই নাভালনিকে আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে। দুর্নীতি মামলায় নাভালনির কারাদণ্ড হয়েছে এমন অভিযোগ এনে তাঁকে নিষিদ্ধ করে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তবে নাভালনি এ অভিযোগ অস্বীকার করে বলছেন, রাজনৈতিক কারণেই তাঁকে দণ্ড দেয়া হয়েছিল।

এর আগে  রাশিয়ার মোট ২০টি শহরে নাভালনির সমর্থকেরা তাঁর পক্ষে স্বাক্ষর সংগ্রহ করেন। আর সেই সঙ্গে  মস্কোতে সমর্থকদের সমাবেশে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন। তিনি বলেন, পুতিন খুবই বাজে প্রেসিডেন্ট। এরপরই নির্বাচন কমিশন তাঁকে অযোগ্য ঘোষণা করে।

কমিশনের সদস্য বরিস এবজিভ বলেন, নাগরিকদের মধ্যে যিনি বা যাঁরা অপরাধের দায়ে কারাদণ্ড ভোগ করেছেন, তাঁরা রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে অংশ নিতে পারবেন না।

এদিকে, কমিশনের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন নাভালনি। এর পাশাপাশি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন তিনি ।  নাভালনির প্রচারণা শিবিরের কর্মকর্তা রুসলান শাভেদ্দিনোভ বলেছেন, ওই সাজা ছিল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। তাঁরা কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।বিবিসি

আজকের বাজার:এসএস/২৭ডিসেম্বর ২০১৭