প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রকে ডব্লিউএইচও’তে রাখবেন বাইডেন

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য অন্যতম প্রার্থী জো বাইডেন মঙ্গলবার বলেছেন, তিনি নির্বাচিত হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ব্যাপারে নেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত দ্রুত বাতিল করবেন। খবর এএফপি’র।
ডেমোক্রেটিক দলের এ সম্ভাব্য প্রার্থী টুইটার বার্তায় লিখেছেন, ‘বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা জোরদারে আমেরিকা অংশ নিলে মার্কিন নাগরিকরা নিরাপদ থাকবেন।
প্রেসিডেন্ট হিসেবে আমার প্রথম দিনে আমি ডব্লিউএইচও’তে ফের যুক্ত হবো এবং এ বিশ্ব মঞ্চে আমাদের নেতৃত্ব পুন:প্রতিষ্ঠিত করবো।’