সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য 'বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক-২০১৮' পাচ্ছেন দৈনিক সংবাদসহ দেশের বিশিষ্ট ৪ সাংবাদিক। বুধবার বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পদক প্রদানের ঘোষণা দেয়া হয়েছে।
পদকের জন্য মনোনিত ৪ ব্যাক্তি হলেন, সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী, উন্নয়ন সাংবাদিকতায় দৈনিক জনকন্ঠের সিনিয়র রিপোর্টার রাজন ভট্রাচার্য, গ্রামীণ সাংবাদিকতায় দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি রাজীব নুর, নাারী সাংবাদিকতায় দৈনিক বরিশাল সময়ের চীফ রিপোর্টার মর্জিনা বেগম এবং আলোকচিত্র সাংবাদিকতায় দৈনিক আমাদের সময়ে নিজস¦ ফটোসাংবাদিক আল-আমিন।
আর প্রাতিষ্ঠানিক সম্মাননা পাচ্ছে দৈনিক সংবাদ।
আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক প্রদান করবেন।
আজকের বাজার: আরজেড/আরএম/১৫ ফেব্রুয়ারি ২০১৮