মেহরাজ মোর্শেদ : ব্লুমফন্টেইনে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে সফরকারীদের সামনে রানের পাহাড় দাঁড় করিয়েছে প্রোটিয়ারা।
স্বাগতিকদের বিশাল সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৪ ওভারে ৩ উইকেটে ৪৫ রান।
এর আগে, টাইগারদের নির্বিষ বোলিংয়ে ৪ উইকেটে ৫৭৩ রান করে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। সেঞ্চুরী পেয়েছেন চার প্রোটিয়া ব্যাটসম্যান। শুভাশীষ রায় নিয়েছেন ৩টি উইকেট। অপর উইকেটটি রুবেল হোসেনের।
ওপেনার ডিন এলগার ১১৩ রানে শুভাশীষের বলে মোস্তাফিজের হাতে তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন। অপর ওপেনার এইডেন মারক্রাম রুবেলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়ার আগে করেন ১৪৩ রান। ব্যক্তিগত ৭ রানে শুভাশীষের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন টেম্বা বাভুমা। শুভাশীষের বলে বোল্ড হওয়ার আগে হাশিম আমলার ব্যাট থেকে আসে ১৩২ রান। ১৩৫ রান করে অপরাজিত ছিলেন প্রোটিয়া অধিনাতক ফাফ ডু প্লেসিস। অপরপ্রান্তে প্রোটিয়া উইকেটরক্ষক কুইন্টন ডি কক ছিলেন ২৮ রানে অপরাজিত।
আজকের বাজার : এমএম / ৭ অক্টোবর ২০১৭