বাংলা্ সিনেমার সাথে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছেন প্রয়াত মিজু আহমেদ। বাংলা সিনেমায় এ পর্যন্ত যতজন খ্যাতমান খল নায়ক ছিল তাদের মধ্যে মিজু আহমেদ একজন।
গত বছরের ২৭ মার্চ, ‘মানুষ কেন অমানুষ’ ছবির শুটিং করতে ঢাকা থেকে ট্রেনে করে দিনাজপুর যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই জনপ্রিয় খলনায়ক।
‘মানুষ কেন অমানুষ’ ছবিটির কাজ শেষ করতে পারেননি মিজু আহমেদ। তার আগে শেষ করেছিলেন ‘পাষাণ’ ছবির কাজ। ফলে এটিই তার ক্যারিয়ারের শেষ ছবি। শুক্রবার দেশের শতাধিক হলে মুক্তি পাচ্ছে মিজু আহমেদ অভিনীত সেই ‘পাষাণ’ ছবিটি।
গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন ছবিটির পরিচালক সৈকত নাসির। ছবিতে খলচরিত্রে অভিনয় করেছেন মিজু আহমেদ। জুটি বেঁধে অভিনয় করেছেন বাংলাদেশি নায়িকা বিদ্যা সিনহা মিম ও কলকাতার নায়ক ওম। আরও আছেন , সাদেক বাচ্চু, ইলোরা গহর, আমির সিরাজী, নাদের আলী, তানভির তনু, চিকন আলী, সীমান্ত ও শিমুল খান প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৭৮ সালে ‘তুষ্ণা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল মিজু আহমেদের। ৪৮ বছরের ক্যারিয়ারে প্রায় ৯০টি ছবিতে তিনি সুনামের সঙ্গে অভিনয় করেছেন। সাধারণত খলচরিত্রেই দেখা যেত তাকে।
এখন অপেক্ষা শুধু তার জীবনের শেষ ছবিটি পর্দায় দেখার।
আজকের বাজার /আরজেড