বাংলা সিনেমায় ফের নক্ষত্র পতন! চলে গেলেন বিশিষ্ট অভিনেতা রমেন রায় চৌধুরী। আজ মঙ্গলবার সকালে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। প্রবীণ এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া সিনেজগতে।
দীর্ঘদিন ধরে কঠিন মারণরোগ ক্যান্সারে ভুগছিলেন। সঙ্গে কিডনিরও সমস্যা ছিল। একাধিক সমস্যায় জর্জরিত ছিলেন অভিনেতা রমেন রায় চৌধুরী। জানা যায়, গত কয়েকদিন আগে বেশ কিছু সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসকদের চিকিৎসায় সাড়া দেন তিনি। ফলে অভিনেতাকে বাড়িতে নিয়ে যাওয়ারও পরামর্শ দেন ডাক্তররা। সেই মতো বাড়িতেই ছিলেন তিনি। অনেকটাই সুস্থও হয়ে উঠছিলেন অভিনেতা। কিন্তু লড়াইটা আর চালিয়ে যেতে পারলেন না তিনি। সকালে ক্যান্সারের কাছে হার মানলেন রমেন রায় চৌধুরী।
বাংলা সিনেমার বেশ জনপ্রিয় মুখ ছিলেন তিনি। বহু বড় অভিনেতা এবং পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। সিনেমার পাশাপাশি বহু সিরিয়ালেও তাঁকে দেখা গিয়েছে।