প্রাইম ব্যাংক এশিয়া সাসটেইনেবলিটি রিপোর্টিং রেটিং ২০১৯- এ “প্লাটিনাম এওয়ার্ড” অর্জন করেছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার মো: তৌহিদুল আলম খান, এফসিএমএ গত ২৩ নভেম্বর বালি-তে দি রিপাবলিকান অব ইন্দোনেশিয়ার গবেষণা ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী প্রফেসর বাম্বাং পেরমাডি সোয়েমান্ত্রী ব্রডজোনেগুরুর নিকট থেকে ব্যাংকের পক্ষ থেকে এই পুরষ্কার গ্রহণ করেন।