বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফের দৌড়ে টিকে থাকতে কাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্সের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী।
চট্টগ্রাম পর্বের শেষ দিন রংপুরকে ২৪ রানে হারিয়ে চমক দেখায় রাজশাহী। কারণ লিগ পর্বে নিজেদের প্রথম আট ম্যাচই জিতে অপরাজেয় ছিলো রংপুর। নবম ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পায় রংপুর।
রংপুরের বিপক্ষে জয়ে প্লে-অফের দৌড়ে ফিরে আসে রাজশাহী। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে ফিরতি লেগের ম্যাচটি রাজশাহীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে রাজশাহী।
এদিকে জয়ের ধারায় ফিরতে ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করবে রংপুর। প্লে-অফ নিশ্চিত হয়ে গেলেও লিগ পর্বে নিজেদের বাকী ম্যাচগুলোতে জয়ের বৃত্তেই থাকতে চাইবে তারা। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর।
দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে প্লে-অফের দৌড়ে বেশ এগিয়ে বরিশাল। সিলেটের বিপক্ষে জিতলে রংপুরের পর দ্বিতীয় দল হিসেবে সেরা চারে জায়গা করে নিবে বরিশাল।
৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে সিলেট। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে বরিশালের বিপক্ষে জিততেই হবে সিলেটকে। দশম ম্যাচে হেরে গেলে প্লে-অফে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে যাবে সিলেটের। (বাসস)