বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় পর্ব শেষ হচ্ছে আজ। ঢাকায় এ নিয়ে চলতি আসরের দুই ধাপ সমাপ্ত হবে। মাঝে দ্বিতীয় ধাপ হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। সবমিলিয়ে ৩ পর্বে ২৮টি ম্যাচ হয়েছে। এরপর চতুর্থ ধাপে সিলেটে হবে ৩ দিনে ৬ ম্যাচ।
এরই মধ্যে বিপিএলের প্লে-অফে ওঠার লড়াইটা জমে উঠেছে। সেই লড়াইয়ে আজ আরও এগিয়ে যাওয়ার জন্য লড়বে চার দল। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মিরপুর স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স মুখোমুখি হবে। একই ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ৬টায় লড়বে রাজশাহী রয়্যালস ও রংপুর রেঞ্জার্স।
বঙ্গবন্ধু বিপিএলের তৃতীয় পর্বে আজ প্রথম ম্যাচটি শক্তিশালী দুদলের। চট্টগ্রাম ও কুমিল্লার। পয়েন্ট টেবিলের এক এবং পাঁচের লড়াই। চলতি আসরের শুরু থেকেই দুর্দান্ত খেলছে ইমরুল কায়েসের চট্টগ্রাম। ৮ ম্যাচ খেলে মাত্র দুটি পরাজয় দেখেছে তারা। নিজেদের মাঠে গত ২০ ডিসেম্বর চলতি আসরে সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়েছে তারা। সেদিন কুমিল্লার বিপক্ষে ২৩৮ রান করেছিল চট্টগ্রাম এবং ১৬ রানে জয় পেয়েছিল। আজ সেই দলটির বিপক্ষেই ফিরতি ম্যাচ চট্টগ্রামের।
এ দিকে, কুমিল্লার লক্ষ্য প্রতিশোধ নিয়ে জয়ের ধারায় ফেরা। টানা ৪ ম্যাচ হেরে এখন পয়েন্ট টেবিলের ৫ নম্বরে তারা। সর্বশেষ দুই ম্যাচেই তারা রাজশাহীর কাছে হেরেছে। সেই বৃত্ত ভেঙ্গে আজ বেরোতে না পারলে প্লে-অফের রাস্তা কঠিন হয়ে যাবে ডেভিড মালান-সৌম্য সরকারদের।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সম্ভব্য একাদশ : জুনায়েদ সিদ্দিকী, লেন্ডল সিমন্স, ইমরুল কায়েস, রায়ান বুর্ল, চ্যাডউইক ওয়ালটন, নুরুল সোহান, লিয়াম প্লাঙ্কেট, মুক্তার আলি, রুবেল হোসেন, নাসুম আহমেদ ও মেহেদী হাসান রানা।
কুমিল্লা ওয়ারিয়র্স সম্ভব্য স্কোয়াড : মাহিদুল ইসলাম, ডেভিড মালান, সাব্বির রহমান, স্টিয়ান ফন জিল, সৌম্য সরকার, সানজামুল ইসলাম, রবিউল ইসলাম, মুজিব উর রহমান, আল আমিন হোসেন, আবু হায়দার ও ডেভিড উইজি।
আজকের বাজার/আরিফ