পয়লা দর্শনে ‘আলতা বানু’

তিন বছর পর বড়পর্দায় ফিরছেন জাকিয়া বারী মম। ছবির নাম ‘আলতা বানু’, ইংরেজি শিরোনাম ‘টু সিস্টার্স’। সম্প্রতি প্রকাশ হয়েছে ফার্স্টলুক পোস্টার।

‘আলতা বানু’ জনপ্রিয় নাট্য নির্মাতা অরুণ চৌধুরীর প্রথম সিনেমা। প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

আলতা ও বানু— দুই বোনের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। আলতা চরিত্রে অভিনয় করেছেন মম ও তার ছোটবোনের চরিত্রে আছেন ফারজানা রিক্তা। দুই নায়িকার বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। পয়লা পোস্টারে দেখা যাচ্ছে দুই বোনকে। তাদের চোখে-মুখে দারুণ বিষাদ।

২০১৭ সালের মাঝামাঝিতে সিনেমাটির শুটিং শুর হয়। গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘বড়বোনের বিয়ের ঘটনার সূত্র ধরে হঠাৎ হারিয়ে যায় ছোটবোন। তাকে খুঁজতে বের হয় আলতা। তারপর কী হয় দেখতে হবে পর্দায়।’

‘আলতা বানু’র অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শামিমা নাজনীন, আহসানুল হক ও রাইসুল ইসলাম আসাদ।

আজকের বাজার: সালি / ১৭ জানুয়ারি ২০১৮