টেস্ট ক্রিকেটে গত দশ বছরে সেরা ক্রিকেটারদের নিয়ে একাদশ তৈরি করেছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টিভি চ্যানেল ফক্স স্পোর্টস। সে একাদশে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
একাদশে সর্বোচ্চ তিনজন আছেন দক্ষিণ আফ্রিকার। সেখানে আছেন এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন ও কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়া থেকে আছেন দুইজন—ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। ইংল্যান্ড থেকে জায়গা পেয়েছেন অ্যালিস্টার কুক ও জেমস অ্যান্ডারসন।
উপমহাদেশ থেকে মোট চারজন ক্রিকেটার আছেন একাদশে। ভারত থেকে বিরাট কোহলির পাশাপাশি জায়গা পেয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। শ্রীলঙ্কার ব্যাটিং কিংবদন্তী কুমার সাঙ্গাকারা আছেন সেরা একাদশে।
বাংলাদেশ থেকে আছেন মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। ২০১০ থেকে ২০১৯ পর্যন্ত ৫৩ টেস্ট খেলেছেন মুশফিক। ৩৮.৮০ গড়ে ৬ সেঞ্চুরি এবং ১৭ হাফ সেঞ্চুরিসহ তিনি করেছেন ৩ হাজার ৫৩১ রান।
ফক্স স্পোর্টস একাদশঃ
১.অ্যালিস্টার কুক
২.ডেভিড ওয়ার্নার
৩.কুমার সাঙ্গাকারা
৪.স্টিভেন স্মিথ
৫.বিরাট কোহলি
৬.এবি ডি ভিলিয়ার্স
৭.মুশফিকুর রহিম
৮.রবিচন্দ্রন অশ্বিন
৯.ডেল স্টেইন
১০.জেমস অ্যান্ডারসন
১১.কাগিসো রাবাদা।
আজকের বাজার/আরিফ