ঘূর্ণিঝড় ‘ফণি’র কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর শনিবারের ঢাকা-চট্রগ্রাম বিজি ৪১৩ এবং চট্রগ্রাম -ঢাকা বিজি ৪১৪ ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ঢাকা-কোলকাতা বিজি ০৯১ ফ্লাইটটি বিকাল ৩:৩০ টা পর্যন্ত ডিলে (উড্ডয়ন বন্ধ ঘোষণা) করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মহাব্যবস্হাপক জনসংযোগ শাকিল মেরাজ এই তথ্য নিশ্চিত করেছেন। খবর ইউএনবি।
প্রসঙ্গত, শনিবার সকাল ৬টায় ঘূর্ণিঝড় ‘ফণি’ সাতক্ষীরা, যশোর ও খুলনা অঞ্চলে অবস্থান করছিল বলে অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়। তবে অতি প্রবল ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে এখন ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং সারাদেশে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি অব্যাহত রয়েছে।
আজকের বাজার/এমএইচ