নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে দগ্ধ নয়জনের মধ্যে দুইজন মারা গেছেন। মা ছায়া রানী হরিদাস (৬০) ও মেয়ে সুমিত্রা (২৭) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ভোরে চিকিৎসাধীন ছায়া রানী মারা যান। আর সুমিত্রা মারা যান সকাল ১০টার দিকে।
ঢামেক পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, ছায়া রানীর লাশ মর্গে রাখা হয়েছে।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, আগুনে সুমিত্রার শরীরের ৬০ শতাংশ শরীর দগ্ধ হয়েছিল।
উল্লেখ্য, বুধবার ভোরে ফতুল্লার হকবাজার এলাকায় চারতলা ভবনের তৃতীয় তলায় গ্যাসের পাইপ লাইনের ছিদ্র থেকে আগুন লাগে। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
আজকের বাজার/এমএইচ