ফতুল্লায় গ্যাসের আগুনে মা ও তিন শিশু দগ্ধ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে মা ও তিন শিশু দগ্ধ হয়েছে।

তারা হলেন- ফাতেমা বেগম (৩৫) এবং তার তিন সন্তান সাফওয়ান (৫), ফারিয়া (৯) ও রাফি (১১)।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। রাত পৌনে ১০টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাজু মিয়া জানান, ঘটনাটি আমার থানা এলাকায় শুনে সেখানে গিয়ে জানতে পারি নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার একটি বাসার চারতলায় গ্যাস লিকেজ থেকে আগুন ধরেছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, চারজনই মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, ফাতেমার ৯৪ শতাংশ, সাফওয়ানের ৯৭ শতাংশ, ফারিয়ার ৯০ শতাংশ এবং রাফির ৯৮ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।

আজকের বাজার/এমএইচ