ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা হলেন চট্টগ্রামের হাটহাজারীর মাশরুর আনোয়ার চৌধুরী ওরফে লোন উলফ ওরফে ট্রুথ সিকদার (৩১), একই এলাকার মোহাম্মদ কাওসার আলম ওরফে ফরহাদ নূর (২৮), পাঁচলাইশ থানার আসিফ ইবতিয়াজ মোহাম্মদ রিবাত (২৭) ও কুমিল্লা বরুড়ার হাফেজ মো. রাকিবুল ইসলাম (২৫)।
শনিবার সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে র্যাব-১১ এর একটি দল ফতুল্লার সাইনবোর্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে বিপুল পরিমান উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাবের এ কর্মকর্তা জানান। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান