বাংলাদেশ ক্রিকেট লিগের(বিসিএল)ফাইনালে সেঞ্চুরি করলেন সাউথ জোনের ফরহাদ রেজা। তার সেঞ্চুরিতে ইস্ট জোনের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৮৬ রান তুলে অলআউট হয়েছে সাউথ জোন। ১০৩ রানে অপরাজিত থাকেন ফরহাদ। জবাবে দিন শেষে ৩ উইকেটে ১১০ রান করেছে ইস্ট জোন। ৭ উইকেট হারিয়ে ৩৭৬ রানে পিছিয়ে ইস্ট জোন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮৮ ওভারে ৬ উইকেটে ৩০৫ রান করেছিলো সাউথ জোন। জোড়া হাফ-সেঞ্চুরি করেছিলেন দুই ওপেনার ফজলে মাহমুদ ও এনামুল হক কিজয়। মাহমুদ ৮৬ ও বিজয় ৭৬ রান করেন। প্রথম দিনের ৭৯ তম ওভারে জুটি বাঁধেন ফরহাদ রেজা ও শামসুর রহমান। শামসুর ৩৭ ও রেজা ২৭ রানে অপরাজিত ছিলেন। সপ্তম উইকেট জুটিতে ৯৪ রান যোগ করে বিচ্ছিন্ন হন শামসুর ও ফরহাদ। ১০টি চারে ১৬২ বলে ৭৯ রান করা শামসুরকে বিদায় দেন স্পিনার সাকলাইন সজীব। দলীয় ৩৭৭ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন শামসুর। এরপর টেল-এন্ডার শফিউল ইসলামকে নিয়ে লড়াই করেছেন ফরহাদ। এতে রানের চূড়ায় বসে সাউথ জোনের সংগ্রহ। পাশাপাশি প্রথম শ্রেনির ক্রিকেটে ষষ্ঠ সেঞ্চুরির স্বাদ নেন ফরহাদ। নবম উইকেটে শফিউলের সাথে ৮৮ রান দলকে উপহার দেন ফরহাদ। শফিউল ৩০ রানে থামলেও ১০টি চার ও ৫টি ছক্কায় ১৮৬ বলে ১০৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ফরহাদ। ইস্ট জোনের রুয়েল-সাকলাইন-আশরাফুল ২টি করে উইকেট নেন।
সাউথ জোনের ইনিংস শেষে ব্যাট হাতে নামে ইস্ট জোন। শুরুটা ভালোই ছিলো দুই ওপেনার পিনাক ঘোষ ও আশরাফুলের। ২০ ওভারে ৬৩ রান যোগ করেন তারা। কিন্তু ৫ রানের ব্যবধানে দু’ওপেনারই বিদায় নেন। পিনাক ৩৮ ও অ্যাশ ২৮ রান করে ফিরেন। অধিনায়ক ইমরুল কায়েস ২২ রানের বেশি করতে পারেননি। তবে দিন শেষে অপরাজিত আছেন মাহমুদুল হাসান(২১) ও আফিফ হোসেন(০)। সাউথ জোনের অধিনায়ক আব্দুর রাজ্জাক ২টি উইকেট নেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান