শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ফরাসি ভাষায় কোন শিক্ষার্থী দক্ষ হলে বিশ্বের নানা জায়গায় তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, আফ্রিকান আরব দেশগুলোতে ফরাসি ভাষা প্রচলিত রয়েছে, বিশ্বের দক্ষিণ দেশগুলোতেও পর্যটন শিল্পের জন্য ফরাসি ভাষা জানা জনবলের চাহিদা রয়েছে ।
তিনি আরো বলেন, যেসব শিক্ষার্থী দেশের বাইরে কর্মসংস্থানের জন্য যেতে আগ্রহী তাদের ফরাসি ভাষায় দক্ষ করা যেতে পারে।
আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই শিক্ষামন্ত্রীর সাথে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে এলে আলোচনাকালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, উচ্চশিক্ষায় ফ্রান্সের বৃত্তি বৃদ্ধি করার বিষয়সহ শিক্ষা সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত মাধ্যমিক পর্যায়ে ফরাসি ভাষা শিক্ষা চালু করতে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার বিষয়ে শিক্ষামন্ত্রীকে প্রস্তাব দেন। তাছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফরাসি ভাষা শিক্ষা কোর্স চালু করার বিষয়ে আগ্রহের কথা জানান। (বাসস)