ফ্রান্স জাতীয় দলের হয়ে আসন্ন ইউরো ফুটবল বছাইপর্বের দুই ম্যাচে খেলতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবা। সোমবার ফরাসি ফুটবল ফেডারেশন একথা জানিয়েছে।
এর আগে ফ্রান্স দলের প্রধান কোচ দিদিয়ের দেশ্যম বলেছিলেন, পগবার পায়ের গোড়ালীতে সমস্যা রয়েছে। শনিবার সাউদাম্পটনের বিপক্ষে ইউনাইটেডের হয়ে খেলার সময় তিনি চোট পান। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
আগামী শনিবার ইউরো বাছাইপর্বে আলবেনিয়ার মোকাবেলা করবে ফ্রান্স। মঙ্গলবার এন্ডোরার মুখোমুখি হবে দেশ্যমের শিষ্যরা। কিন্তু এই দুই ম্যাচের আগেই ফরাসি শিবিরে ভর করেছে ইনজুরি আতংক।
পগবা ছাড়াও আসন্ন ম্যাচে অনুপস্থিত শীর্ষ তারকাদের মধ্যে আছেন কিলিয়ান এমবাপ্পে, ওসমানে ডেম্বেলে, অ্যামেরিক লাপোর্তে।
আজকর বাজার/লুৎফর রহমান