পদ্মার দুর্গম চরাঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে লায়ন্স ক্লাব অব ফরিদপুর।
শনিবার দিনব্যাপী সদর উপজেলার ভাঙ্গীডাঙ্গী এলাকায় এই চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের ওষুধও দেয়া হয়। এ ব্যাপারে লায়ন্স ক্লাব, ফরিদপুরের প্রেসিডেন্ট লায়ন শামসুল আলম মনি বলেন, ‘সমাজ সেবা কাজের অংশ হিসেবে আমরা সুবিধা-বঞ্চিত মানুষদের চিকিৎসা সেবা দিতে দুর্গম চরে এসেছি। আমাদের এই ক্যাম্প থেকে দুই শতাধিক মানুষকে চিকিৎসা ব্যবস্থাপত্রসহ বিনা মূল্যে ওষুধও দিচ্ছি।
এসময় লায়ন মোস্তাফিজুর রহমান লাভলু, লায়ন সাহিদুর রহমান মানিক, স্থানীয় ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।