ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অগ্নিকাণ্ডে একটি গুদামঘরসহ কয়েকটি বসতঘর পুড়ে গেছে।
বুধবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার বাজার থানা রোডে এ ঘটনা ঘটে।
এতে ক্ষতির পরিমান ২০ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সজিবুর রহমান জানায়, ভাঙ্গা বাজারের থানা রোডে পিন্টু কাজীর বাসায় বিস্কুট কোম্পানির গুদাম ছিল। একই সাথে বাড়িতে বেশ কয়েকটি ভাড়ায় বসতঘর ছিল। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হলে মুহূর্তে তা গুদামের ভেতরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী মাহাবুর উর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদানের আশ্বাস দেন।
আজকের বাজার/একেএ