ফরিদপুরের সালথা উপজেলার খলিশপুট্টি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত খোরশেদ মোল্লা(৮৫)ওই গ্রামের মৃত খহোম মোল্লার ছেলে। সোমবার বেলা ১২টার দিকে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। নগরকান্দা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে তিনটি বসতঘর ও দুটি রান্না ঘর আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এসময় ঘরের মধ্যে থাকা বৃদ্ধ খোরশেদ মোল্লা আগুনে পুড়ে নিহত হন বলে তিনি জানান। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান