ফরিদপুরের সদরপুরে ১৩টি ব্যবসায়ীক দোকানঘর আগুনে পুড়ে গেছে।
উপজেলার সদর ইউনিয়নের সাড়ে সাতরশি বাজারে শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফরিদপুরের ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. সাইফুজ্জামান।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদি, মিষ্টি, কাপড়, স্বর্ণ, পলিথিন, চাউল, কাঁচামাল ও গোডাউন ছিল।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন- আওয়াল মুন্সী, চিত্ত বনিক, নরেশ সাহা, করিম মুন্সী, গোবিন্দ্র বনিক, পরান সাহা, রামকৃষ্ণ বনিক, আমিনুর মুন্সী, লক্ষন সাহা, দুলাল সাহা, গোবিন্দ্র সাহা, শংকর সাহা, বেলায়েত হোসেন।
ফরিদপুরের ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ.সাইফুজ্জামান জানান, শুক্রবার ভোররাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। ৫টার দিকে আগুন দোকান ঘরের মাঝে ছড়িয়ে পড়লে প্রথমে বাজারে থাকা নৈশ প্রহরীরা টের পায়। পরে মাইকিংয়ের মাধ্যমে খবর ছড়িয়ে দেয়া হয়।
খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৩০ জন সদস্য প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, ১২টি দোকানে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সদরপুর ইউএনও পূরবী গোলদার ক্ষতিগ্রস্ত দোকানঘর পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
আজকের বাজার/এমএইচ