ফরিদপুর সদর উপজেলায় সন্ত্রাসী হামলায় পাঁচজন গ্রাম পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামের আরিফ বাজারে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- পুলক সরকার (৩২), জামাল মল্লিক (৫০), মাইনুদ্দিন শেখ, ইসলাম শেখ ও ইলিয়াস মল্লিক।
ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু জানান, আরিফ বাজারে খলিল বেপারী নামে এক ব্যবসায়ীর একটি দোকান ঘর রয়েছে। সেই ঘর ভেঙে সেখানে সুলতান শেখ নামে আরেক ব্যক্তি ঘর তুলতে গেলে খলিল বেপারী গ্রাম পুলিশদের খবর দেয়। এরপর গ্রাম পুলিশ সদস্যরা সেখানে গেলে তাদের ওপর হামলা করে আহত করা হয় বলে ইউপি চেয়ারম্যান জানান। আহতদের মধ্যে পুলক ও জামালকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান তিনি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান