ফরিদপুরের কাভার্ডভ্যানের ধাক্কায় আফজাল বিশ্বাস (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন।
বুধবার (৩০ মে) দুপুর ১টার দিকে মধুখালী উপজেলার ঘোপঘাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কভার্ডভ্যানের নিহত আফজালের বাড়ি উপজেলার মথুরাপুর গ্রামে।
মধুখালী থানা পুলিশের এস আই হাবিবুর রহমান বলেন, ভ্যানচালকের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া আহত মাছ ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, মধুখালী উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা ভ্যানচালক আফজাল বিশ্বাস এক মাছ ব্যবসায়ীকে নিয়ে কামারখালী থেকে বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোপঘাট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি কভার্ডভ্যান তার ভ্যানটিকে ধাক্কা দেয়।
এতে আফজালের কভার্ডভ্যানটি পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় মাছ ব্যবসায়ী নাছিরকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজকের বাজার/আরআইএস