ফরিদপুরে ঘরের মেঝে খুঁড়ে ১৫ সাপের বাচ্চা উদ্ধার

ফরিদপুরের মধুখালীতে একটি ঘরের মেঝে খুঁড়ে ১৫টি বিষধর গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের শাহ্ মো. আবুল হোসেনের মাটির কাঁচা ঘরের মেঝে খুড়ে এ সাপের বাচ্চা উদ্ধার করা হয়।

বাড়ির মালিক আবুল হোসেন জানান, বুধবার সকালে বৃষ্টির মধ্যে তার বসত ঘর থেকে দুটি সাপ বের হয়। পরে সাপ দুটি মেরে ফেলা হয়।

আরও সাপ আছে এমন সন্দেহে কামালদিয়া ইউনিয়নের কয়েশদিয়া গ্রামের সাপুড়ে মো. সেকেন সরদারকে খবর দেয়া হয়।

তিনি এসে মাটি খুঁড়ে আরও ১৩টি গোখরা সাপের বাচ্চা এবং ১৮টি ডিমের খোসা উদ্ধার করেন।

আজকের বাজার/একেএ