ফরিদপুরের সালথা উপজেলায় ঘুমে বাধা দেয়ায় বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ছেলেকে আটক করেছে।
সালথা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে ।
আটক কালু মোল্লা (২৮) ওই গ্রামের ওয়াহেদ মোল্লার (৭৫) ছেলে।
ওসি দেলোয়ার আটক কালুকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য দিয়ে বলেন, “রাতে বৃদ্ধ ওয়াহেদ তিন-চারবার শৌচাগারে যান। এতে কালুর ঘুমে ব্যাঘাত ঘটে। একপর্যায়ে কালু ক্ষুব্ধ হয়ে বাবার গলা টিপে ধরে তার গলায় ধারালো অস্ত্র দিয়ে পোচ দেয়। এতে ঘটনাস্থলেই ওয়াহেদের মৃত্যু হয়।”
নিহত ওয়াহেদ ভিক্ষা করতেন জানিয়ে সালথা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম সোহাগ বলেন, “কালু মাদকাসক্ত ছিল। সে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল। রাতে বাবা-ছেলে এক ঘরেই ছিলেন। গভীর রাতে চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে ওয়াহেদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।
“তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখে পুলিশকে খবর দিই। সকালে পুলিশ এসে লাশ নিয়ে যায়।”
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে ওসি দেলোয়ার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/ ডিএইচ/২১ নভেম্বর ২০১৭