ফরিদপুরে ট্রাকচাপায় নিহত ২

ফরিদপুর সদর উপজেলায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার, ১৬ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর-খলিলপুর আঞ্চলিক সড়কের ঘনশ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশান গোপালপুর ইউনিয়নের চরনশিপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ পালের ছেলে ইদ্রিস পাল (৪৯) ও দুর্গাপুর গ্রামের শুকুর আলীর ছেলে মোনায়েম হোসেন ওরফে মুন (৪১)। নিহত দু’জনই গরু ব্যবসায়ী বলে জানা গেছে।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন জানান, নিহত দুইজন মোটরসাইকেলে করে খলিলপুর থেকে শিবরামপুর যাচ্ছিলেন। ঘনশ্যামপুর এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গেলে সামনে থেকে আসা একটি ট্রাকের নীচে চাপা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই ইদ্রিস পাল নিহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় মোনায়েম হোসেনকে প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছে বলে জানান ওই কর্মকর্তা।

আজকের বাজার/এমএইচ