ফরিদপুরে অপহরণের ২০ দিন পর স্কুল ছাত্র অন্তরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(২৬ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার পাগলাপাড়া গ্রামের রাস্তার পাশের খাদের মধ্যে মাটিচাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
অন্তর উপজেলার তালমা নাজিম উদ্দিন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। তাঁর বাবা গ্রিসপ্রবাসী আবুল হোসেন মাতুব্বর। গত ৭ জুন তারাবির নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হন অন্তর।
ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, অন্তর নিখোঁজ হওয়ার পর তাঁর মায়ের কাছে মোবাইলে অপহরণের কথা জানায় দুর্বৃত্তরা এবং টাকা দাবি করে। পরে ১৪ জুন রাতে অপহরণকারীদের দেওয়া ঠিকানামতো এক লাখ ৪০ হাজার টাকাও দেন অন্তরের মা।
‘এ ঘটনায় একটি অপহরণ মামলা করা হয়। পরে পুলিশ বিভিন্ন সময়ে তিনজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে খোকন নামের একজনের সঙ্গে অন্তরদের পারিবারিক বিরোধ ছিল। অন্য এক আসামির মেয়ের সঙ্গে অন্তরের প্রেমের সম্পর্ক ছিল। মূলত এ দুটি বিষয়কে কেন্দ্র করেই অন্তরকে হত্যা করা হয়েছে বলে পুলিশ আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সূত্রে জানতে পেরেছে।’
পুলিশ সুপারের দাবি, এটি কোনো অপহরণ কিংবা মুক্তিপণ আদায়ের ঘটনা ছিল না। হত্যার উদ্দেশ্যেই অন্তরকে অপহরণ করা হয়েছিল।
আরজেড/