ফরিদপুরের নগরকান্দায় অন্তর নামে নিখোঁজ এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুন) দিবাগত রাতে হারিয়ে যাওয়ার ২০ দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।
অন্তর উপজেলার পাগলাপাড়া গ্রামের আবুল হোসেন মাতুব্বর ছেলে। সে তালমা নাজিম উদ্দিন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
জেলা পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, গত ৭ জুন তারাবি নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয় অন্তর। পাগলাপাড়া গ্রামের রাস্তার পাশ থেকে মাটি চাপা দেয়া তার মরদেহ উদ্ধার করা হয়।
আজকের বাজার/একেএ