করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন ফরিদপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
তার ব্যক্তিগত তহবিল থেকে জেলা সদরের আলীয়াবাদ ইউনিয়নের ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় গজারিয়া বাজারে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে এ খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম মুন্সি, মোহাম্মদ সাদী, শাহ জাহান বিশ্বাসসহ অন্যান্যরা।
খাদ্য সহায়তা হিসেবে এসময় প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, আধা কেজি তেল, একটি সাবান ও মাস্ক প্রদান করা হয়।
আজকের বাজার/লুৎফর রহমান