ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১০ জুন) দুপুরে ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
একই গ্রামের জামের আলী মাতুব্বরের ছেলে সাজ্জাদ (৫) ও মেয়ে জেমি আক্তার (৮) এবং বাসার মাতুব্বরের মেয়ে মিম আক্তারী (৪) পুকুরের পানিতে ডুবে মারা যায়।
এর মধ্যে সাজ্জাদ ও জেমি আক্তারী সদরপুর সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয় ও জেমি আক্তারী কাঠালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদুর রহমান জানান, জামের আলী সদরপুর বাজারে একজন ফল ব্যবসায়ী। রবিবার তার নিজ গ্রাম কাঠালবাড়ীতে ইফতার মাহফিল ছিল। দুপুরে তার দুই ছেলে-মেয়ে ও পাশের বাড়ির অপর একটি মেয়ে পাশ্ববর্তী পুকুরে গোসল করতে নামে।
পুকুরটিতে ইতিপূর্বে ড্রেজার মেশিন দিয়ে বালূ উত্তোলন করায় পানি অনেক গভীর ছিল। গোসল করার এক পর্যায় গভীর পানিতে তিন শিশু ডুবে যায়। এ সময় বাড়ির লোকজন তাদের পানিতে অনেক খোঁজাখুঁজি করে। তাদের তিনজনকেই উদ্ধার করে সদরপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজকের বাজার/একেএ