ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ৫৫ জন গ্রেফতার

ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ মে) দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টাব্যাপী এ অভিযান চালানো হয়।

এসময় তাদের কাছ থেকে ৩৪৪ পিস ইয়াবা ও ১৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জেলার ৯ উপজেলায় চলা এ অভিযানে আটককৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী ৫ জন, মাদক সেবনকারী ১২ জন, মামলার আসামি ৮ জন, গ্রেফতারি পরোয়ানভিুক্ত ২৯ জন ও সাজাপ্রাপ্ত ১ জনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বিভিন্ন থানায় ৫টি মাদক মামলা রুজু হয়েছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান বলেন, বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আজকের বাজার/একেএ