ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের কামারহেলা গ্রামের এক যুবক মোটরসাইকেল চেয়ে না পেয়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২৮ জুন) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার (২৫ জুন) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের কামারহেলা গ্রামের ওমর মোল্লা, তার পিতার কাছে ভাড়ায় চালানোর জন্য মোটরসাইকেল চেয়ে না পেয়ে শরীরে পেট্রোল ঢেলে শরীরে আগুন দেন। বৃহস্পতিবার (২৮ জুন) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ওমর মোল্লা কামারহেলা গ্রামের মো. আজিজার মোল্লার ছোট ছেলে।
গুনবহা ইউনিয়নের চেয়ারম্যান জানান, পরিবারের কাছে মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে গত ২৫ জুন বিকালে নিজ শরীরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় ওমর। স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে প্রথমে বোয়ালমারী হাসপাতালে ভর্তি করান।
পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
নিহতের পিতা আজিজার মোল্লা জানান, ভাড়ায় চালানোর জন্য একটি মোটরসাইকেল কিনে দিতে বলেছিল ওমর। কিন্তু অর্থের অভাবে তাকে মোটরসাইকেল কিনে দেয়া সম্ভব হয়নি।
ফরিদপুর মেডিকেল কলেজের চিকিৎসক স্বপন কুমার বিশ্বাস জানান, তার শরীরের প্রায় ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল। সে সঠিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছিলেন না।
আজকের বাজার/এসএম