ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়ন এর ফুটবল দল নিয়ে শুরু হয়েছে খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি মঙ্গলবার বিকালে এ খেলার উদ্বোধন করেন।
ফরিদপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে শহরতলীর কোমরপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় মাঠে মাচ্চর ইউনিয়ন একাদশ বনাম কানাইপুর একাদশ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। এছাড়া ফরিদপুরের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা একটি মানপত্র পাঠ করে শোনান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, ফরিদপুরের পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খন্দকার নাজমুল ইসলাম লেভী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ঝর্ণা হাসান, জেলা যুবলীগের আহবায়ক এ এইচ এম ফোয়াদ, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ।
আজকের বাজার/লুৎফর রহমান