ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মো. তারেক বেপারী (১৬) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন পাঁচজন।
সোমবার, ১৭ ফেব্রুয়ারি সকাল ৯ টার দিকে সদরপুর উপজেলার সদরপুর-তারাইল সড়কের নয়রশি জরিনার কুপপাড় সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. তারেক বেপারী সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের নয়রশি গ্রামের মাইক্রোবাস চালক সিরাজ বেপারীর একমাত্র ছেলে। সে সদরপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী।
আহতরা হলেন- আজিত মৃধা (৬০), সজীব হোসেন (২০), কাইয়ুম খান (৪০), মজনু মিয়া (৪৫) ও শাহ আলম হোসেন (৩০)।
স্থানীয় লোকজন জানান, বালিয়াহাটি থেকে সদরপুরের দিকে আসা ইজিবাইকটি জরিনার কুপপাড় সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় মো. তারেক বেপারী ঘটনাস্থলেই নিহত হয়। আহত হন পাঁচজন। আহতদের সদরপুর উপজেলা স্বাস্থ কম্পেক্সে পাঠানো হয়েছে।
সদরপুর উপজেলা স্বাস্থ কম্পেক্স কর্তব্যরত চিকিৎসক মোহাম্মাদ ওমর ফয়সাল জানান, আহতদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজকের বাজার/এম্েচি