সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে বুধবার ভোরে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
কোতয়ালী পুলিশের ইনচার্জ এসএম নাসিম জানান, ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে খুলনাগামী ‘একে ট্রাভেলের’ একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে হতাহতের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।