ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
শনিবার (২ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার কামারখালী গড়াইসেতুর অদূরে গড়িয়াদহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম কাদের (১৪)। কাদের উপজেলার ডুমাইন গ্রামের ওহিদুজ্জামানের ছেলে। তিনি ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিলেন।
জানা যায়, উপজেলার কামারখালী বাজার থেকে ঈদের কেনাকাটা শেষে বাইসাইকেলযোগে দুপুরে বাড়ি ফিরছিলেন কাদের। পথে ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী গড়াইসেতুর অদূরে গড়িয়াদহ নামক স্থানে মাগুরাগামী বনফুল বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুরশিদ আলম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজকের বাজার/একেএ