ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ৫ অটোযাত্রী নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত একটি অটোরিকশায় থাকা ৫ যাত্রী নিহত হয়েছেন।  বুধবার ৭ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে ভাঙ্গা উপজেলা সদরের চৌরাস্তা এলাকায় ব্র্যাক অফিসের সামনে  এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, চালক আবুল হোসেন (৩৫)। তার বাড়ি ভাঙ্গার পাচকুল মালিগ্রামে। অপরজন হলেন খালেদা বেগম (২৫), তিনি ভাঙ্গা চৌধুরীকান্দা এলাকার শহীদুল ইসলামের স্ত্রী। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি  এজাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,  ব্যাটারিচালিত অটোরিকশাটি মালিগ্রা থেকে যাত্রী তুলে চৌরাস্তা এলাকা দিয়ে যাওয়ার সময় খুলনা থেকে গাজীপুরগামী ইমা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের নিচে চাপা পড়ে  ৫ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাস নিয়ে চালক দ্রুত চলে যাওয়ায় পুলিশ ধরতে পারেনি। নিহতদের মরদেহ আপাতত ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে।

 

আজকের বাজার :আরএম/৭ ফেব্রুয়ারি ২০১৮