জেলার সদর উপজেলার মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে সোমবার যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। এই ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন-বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের একই পরিবারের ৪ জন ডা. শরীফুল ইসলাম হাদী(৫০), তার মেয়ে তাবাসসুম(৮)শ্যালিকা তাকিয়া(১২)বোনের মেয়ে তানজিলা(১৮), পুলিশের উপপরিদর্শক(এসআই)ফারুক হোসেন(৪১)ও মাইক্রোবাস চালক নড়াইলের নাহিদ(৪৫)।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান জানান, সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি বোয়ালমারী উপজেলা থেকে ঢাকায় যাচ্ছিল। অন্যদিকে ঢাকা-সুনামগঞ্জ রুটে চলাচলকারী মামুন পরিবহনের একটি বাস খুলনা যাচ্ছিল। মল্লিকপুরের করিমপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের ৬ জন নিহত হন। আহত হন এক নারী যাত্রী। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান