ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী মৃধা বাজারের একটি পাটের গুদামসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। বুধবার দিবাগত মধ্য রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আলী খান জানান, রাত আনুমানিক ২টার দিকে টইলরত পুলিশ বাজার এলাকায় এসে বাচ্চুর পাটের গুদাম ঘরে আগুন দেখতে পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস ও বালিয়াকান্দি ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ের মধ্যে ৮টি দোকান আগুনে পুড়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্ত মালিক শফিউল আলম মোল্যা জানান, তার ২টি ওয়ার্কশপ ও কাঠ সাইজ করার মেশিন পুড়ে গেছে। এছাড়াও শুশান্ত কুমারের ফার্নিচারের দোকান, ইছাক মোল্লার ফার্নিচারের দোকান, আকাশ ও রাসেল মিয়ার গার্মেন্টস (কাপড়ের) এর দোকান, সৌরভ মোল্যার স্যানিটারি দোকান এবং বাচ্চু শেখের পাট গুদাম পুড়ে গেছে।