জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিএনপিপন্থী আইনজীবীরা জয়ী হয়েছেন। অন্যদিকে সভাপতিপদসহ ৫টিতে সরকারপন্থীরা জয় লাভ করেন।
নির্বাচন পরিচালনা কাজে নিয়োজিত অ্যাডভোকেট দিনেষ চন্দ্র সেন বৃহস্পতিবার রাতে এই ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।
নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।
সভাপতি পদে আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট বাবু মোল্যা পেয়েছেন ১৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ বিদ্রোহী অ্যাডভোকেট কাদের মোল্যা পেয়েছেন ৯৮ ভোট।
এছাড়া সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে বিএনপি মনোনীত অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ ১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট আব্দুর রশিদ পেয়েছেন ১২৪ ভোট।