অবিলম্বে মজুরি কমিশন-২০১৫ ঘোষণা ও বাস্তবায়নসহ ১৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুরের মধুখালীর ফরিদপুর চিনিকলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৮ অক্টোবর সকালে চিনিকলের প্রধান গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুন্সী এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়।
বক্তারা অবিলম্বে মজুরি কমিশন ২০১৫ ঘোষণা ও বাস্তবায়ন, মৌসুমী থেকে স্থায়ী পদসহ সকল শূন্য পদ পুরণ, কর্মকর্তাদের মতো শ্রমিক ও কর্মচারীদের গ্রাচ্যুইটির প্রদানসহ ১৯ দফা বাস্তবায়নের দাবি জানান।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক মির্জা মনিরুজ্জামান বাচ্চু, কাজল বসু, মজিবর রহমান মন্টু, সুভাষ রায়, আলী আকবর শেখ, আবুল বাশার বাদশা, উজ্জ্বল শেখ প্রমুখ।
আজকের বাজার: আরআর/ ১৮ অক্টোবর ২০১৭