ফরিদপুর থেকে রাজশাহীতে আসা এক ব্যক্তির বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন।
ওই ব্যক্তি রাজশাহী নগরীর রাজপাড়া থানার বিলশিমলা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
শুক্রবার রাতে ফরিদপুর থেকে আসা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর পুলিশের সহযোগিতায় তার বাড়ি লকডাউন করে দেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর।
রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, করোনা প্রতিরোধে রাজশাহীতে প্রবেশ ও বের হওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ফরিদপুর থেকে আসা ওই ব্যক্তিকে নিয়ে সন্দেহ দেখা দেয়। পরে স্থানীয় প্রতিনিধিদের পরামর্শে তার বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।
আগামী ১৪ দিন ওই বাড়ির সদস্যরা কেউ বাইরে বের হতে পারবেন না বলে জানান তিনি।
প্রসঙ্গত, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এছাড়া দেশে এ পর্যন্ত মোট ৪২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।