প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ঠেকাতে উপাচার্য মো. আখতারুজ্জামানের কার্যালয় ঘেরাও করেছে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বামপন্থি ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি তদন্তে বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দেয়ার আগে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ না করার দাবি করে আন্দোলনকারীরা।
২২ অক্টোবর রোববার সকাল থেকেই তারা এই দাবিতে বিক্ষোভ করে আসছিলেন। এরপর দুপুড় দেড়টার দিকে উপাচার্য ভবনের মূল ফটক ভেঙে তার কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা।
এদিকে উপাচার্য কার্যালয়ের বাইরে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমি যখন প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে শুনেছি তখন পরীক্ষা বাতিল করার সুযোগ ছিলো না। তিনি এরআগে একাধিক গণমাধ্যমের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি বলে দাবি করেছেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত শুক্রবার অনুষ্ঠিত হওয়া ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফাঁস হওয়া প্রশ্নে অনুষ্ঠিত হয়েছে।
এদিকে দুপুর পৌনে দুইটার দিকে এ প্রতিবেদন লেখার সময় ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের সঙ্গে দেখা করেছেন বলে জানা গেছে।
গত ২০ অক্টোবর (শুক্রবার) ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে।
আজকের বাজার:এলকে/এলকে ২২ অক্টোবর ২০১৭