ঢাকা টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ১১১ রানে অলআউট করে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে ফলো-অনে পড়লো ক্যারিবীয়রা। তাই ম্যাচের তৃতীয় ইনিংসেই ব্যাট হাতে নামলো ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংস থেকে ৩৯৭ রানের লিড পেয়েছে সাকিবের দল।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অধিনায়ক ক্রেইগ ব্রাফেট শূন্য, সুনীল অ্যামব্রিস ৭, কাইরেন পাওয়েল ৪, শাই হোপ ১০, রোস্টন চেজ শূন্য, শিমরোন হেটমায়ার ৩৯, শেন ডওরিচ ৩৭, দেবেন্দ্র বিশু ১, কেমার রোচ ১, জোমেল ওয়ারিকান অপরাজিত ৫ ও শিরমোন লুইস শূন্য রান করেন। বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ ৭টি ও সাকিব আল হাসান ৩টি উইকেট নেন।