চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফেল করা চট্টগ্রাম বোর্ডের ৫১ শিক্ষার্থী পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের পর পাস করেছে।
এ বোর্ডে মোট ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে ২৩ হাজার ৩৮০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৫২৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। জিপিএ-৫ পেয়েছেন ৪৮ জন; গ্রেড পরিবর্তন হয়েছে মোট ৪৫০ জনের।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক তাওয়ারিত আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এসএসসির ফল পুনঃনিরীক্ষণের জন্য এবছর ২৩ হাজার ৩৮০ জন পরীক্ষার্থী আবেদন করেছিল। এজন্য ৫৩ হাজার ৫১০টি উত্তরপত্র পুনরায় নিরীক্ষণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘আবেদনকারীদের মধ্যে ৪৫০ জনের গ্রেড পরিবর্তন করা হয়েছে। প্রকাশিত ফলাফলে অনুত্তীর্ণ আসলেও পুনঃনিরীক্ষণে ৫১ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছে। ফেল করেছিলেন এমন একজন পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেয়েছেন।
প্রসঙ্গত, গত ৬ মে সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবছর চট্টগ্রাম বোর্ডে পাশের হার ছিল ৭৫ দশমিক ৫০ শতাংশ। যা গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তারা। প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল আট হাজার ৯৪ জন। পুণঃনিরীক্ষণে এর সাথে নতুন করে আরও ৪৮ জন যোগ হয়েছে।
রাসেল/