ফল প্রকাশ করা না হলে রাজপথ ছাড়া হবে না বলে ঘোষণা দিয়েছে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। চতুর্থ বর্ষের পরীক্ষার ফল প্রকাশসহ ৫ দফা দাবিতে ৮ অক্টোবর রোববার সকাল থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলন প্রশমনের জন্য ঘটনাস্থলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আক্তারুজ্জামান। তিনি শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে কথা বলেন।
তিনি বলেন, ফল প্রকাশ করতে কিছুটা সময় লাগবে। এতো অল্প সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব নয়। ৭টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা ছিল অপরিকল্পিত সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয়ের সামর্থ্য বিবেচনা না করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এসব জটিলতা নিরসণে একটি কমিটি গঠন করা হয়েছে। এ জন্য বিলম্ব হচ্ছে।
তবে বিষয়টি অচিরেই সমাধান করা হবে উল্লেখ করে উপাচার্য বলেন, নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হবে। কিন্তু এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘মানি না, মানি না’ বলে উচ্চ কষ্ঠে চিৎকার করতে থাকেন।
উপাচার্য এ সময় বিভিন্নভাবে শিক্ষার্থীদের শান্ত হতে অনুরোধ করেন। এরপরও শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রাখে। এরপর পরিস্থিতি উত্তাল হলে কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা ছাড়াই উপাচার্য সেখান থেকে চলে যান।
পরে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। তারা বলেন, ফল ঘোষণার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা না হলে রাজপথ ছাড়া হবে না।
আন্দোলনে নেতৃত্বদানকারী ঢাকা কলেজের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, আজ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বন্দ্বের শিকার। আমাদের উপর যে অবিচার করা হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তাই আজই যদি ঢাবি উপাচার্য সংবাদ সম্মেলন করে আমাদের ফলাফল ঘোষণার নির্দিষ্ট তারিখ ঘোষণা না করেন, তাহলে আমরা রাজপথেই থাকবো। এই নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করবো।
কবি নজরুল সরকারী কলেজের শিক্ষার্থী ফয়জুর মেহেদী বলেন, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। অনেকবার আমাদের আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয় নাই। তাই এবার আর রাজপথ ছাড়ছিনা। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
ফল প্রত্যাশী ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল বলেন, ২০১১-১২ সেসনে অর্নাস ৪র্থ বর্ষের পরীক্ষা গত ১০ মাস আগে শেষ হলেও আজও ফল প্রকাশ করা হয়নি। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অথীনস্থ শিক্ষার্থীরা অর্নাস শেষ করে মাস্টার্সে ভর্তি হয়ে গেছেন। আর আমরা এখনো ফলের অপেক্ষায় রয়েছি। এ কারণে বারবার বাধ্য হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- চতুর্থ বর্ষ ও ২য় বর্ষের শিক্ষার্থীদের ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা, ১২০০ শিক্ষার্থীর মামলা প্রত্যাহার, ৭ কলেজের জন্য আলাদা ওয়েবসাইট তৈরি, একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন এবং ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ।
উল্লেখ, ২০১১-২০১২ সেশনের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর। যার কারণে ফল প্রকাশের দায়িত্ব পায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। কিন্তু পরীক্ষার ৯ মাস পার হলেও এখনও ফল প্রকাশ করা হয়নি। গত ৩ মাস ধরে বিভিন্নভাবে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।
আজকের বাজার:এলকে/এলকে ৮ অক্টোবর ২০১৭