ফাঁস দিয়ে দুলাভাই ও শ্যালিকার আত্মহত্যা

ঝিনাইদহ সদর উপজেলায় প্রেমের টানে একই দড়িতে ফাঁস দিয়ে দুলাভাই ও শ্যালিকা আত্মহত্যা করেছেন। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার পূর্ব-তেঁতুলবাড়িয়া গ্রামে পীরতলা মাঠে একটি কড়াইগাছ থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- একই গ্রামের মন্টু মোল্লার ছেলে বিল্লাল হোসেন (৩০ ) ও সাখাওয়াত মোল্লার মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী কলি।

সংশ্লিষ্ট ঘোড়াশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিন্টন জোয়ারদার জানান, কলির বড় বোন পিংকি বিল্লালের স্ত্রী। তাদের রয়েছে দুই বছরের একটি পুত্রসন্তান।

তিনি বলেন, বিল্লাল ও কলির প্রেমের খবর জানাজানি হলে পরিবারের মধ্যে গোলযোগ শুরু হয়। প্রেমের টানে শালি ও দুলাভাই বাড়ি থেকে পালিয়ে যায়। গত কয়েক দিন আগে তাদের ফিরিয়ে আনা হয়। এ নিয়ে গ্রাম্য মাতবররা কয়েক দফায় বৈঠকও করেন।

মঙ্গলবার রাতে বাড়ি থেকে ১০০ গজ দূরে পীরতলা মাঠে একটি কড়াইগাছে ওই দুজন আত্মহত্যা করেন। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, প্রেমঘটিত কারণে দুলাভাই ও শ্যালিকা একসঙ্গে আত্মহত্যা করেছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান ওসি।

আজকেরবাজার/অইএ/এস