ফাইনাল পরীক্ষা বর্জন করে আন্দোলন

কোটা সংস্কারের দাবিতে আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোপ করছেন আন্দোলনকারীরা।

বুধবার সকাল থেকে কলা ভবনের বিভিন্ন ফটকে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় কোটা সংস্কারের দাবি ও মারধরের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয় তারা।

শিক্ষার্থীরা জানান, আজকে আমাদের ফাইনাল পরীক্ষা ছিল। কোটা সংস্কারের দাবিতে আমরা সকলেই একযোগে আমাদের ফাইনাল পরীক্ষা বর্জন করেছি।আমার বোনের রক্ত উপেক্ষা করে পরীক্ষা দিতে পারি না।  আমাদের আন্দোলন চলছে, চলবে যতক্ষণ না দাবী মেনে না নেওয়া হয়।

আজকের বাজার/আরজেড