ফাইনালের টিকিটের মূল্য ১৭ লাখ টাকা

আজ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। এই ফাইনালকে সামনে রেখে টিকিট নিয়ে হাহাকার চলছে। ইতোমধ্যে এই টিকিটের সর্বোচ্চ দাম উঠেছে ১৬ হাজার পাউন্ড। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকা।

অনলাইন থেকে ফাইনালের টিকিট ২৯৫ পাউন্ডে ক্রয় করা হয়েছিলো। তাই দেখা যাচ্ছে স্বাভাবিক মূল্যের চেয়ে ৫০ গুণ বেশি টিকিটের মূল্য।

ভারত ফাইনাল উঠবে, এমন আশায় লর্ডসের ফাইনালের টিকিটের বড় অংশ কিনে নিয়েছিলো ভারতীয়রা। প্রায় ৪১ শতাংশ টিকিট কিনে নিয়েছিলো ভারতীয় সমর্থকরা। কিন্তু ভারত হেরে যাওয়ায় হতাশ তারা। তবে স্বাগতিক ইংল্যান্ড ফাইনালে থাকায় টিকিটের চাহিদা এখন তুঙ্গে। তাই চড়া দামে ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি করছেন কালোবাজারিরা।

আজকের বাজার/লুৎফর রহমান